Wellcome to National Portal
Main Comtent Skiped

Vision & Mission

লক্ষ্যঃ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল (গউএ) ও দারিদ্র বিমোচন কৌশল পত্রের (চজঝচ) আলোকে নারীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণ ও ক্ষমতায়নের নিমিত্ত উন্নয়ন ও অনুন্নয়ন খাত ভূক্ত কার্যক্রম গ্রহণ ও বাসত্মবায়ন করা।

উদ্দেশ্যঃ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর বাসত্মবায়নন কারী প্রতিষ্ঠান হিসাবে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে ৬৪ টি জেলা ও ৪১২ টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে সরকার কর্তৃক গৃহীত নারী উন্নয়ন সংশিস্নষ্ট কার্যক্রম মাঠ পর্যায়ে বাসত্মবায়ন করা। বর্তমানে আই জিএস প্রকল্পের আওতায় ১৫এপ্রিল/২০১৮ হতে অত্র কার্যালয়ে দুইটি ট্রেডে প্রশিক্ষন চালু হয়েছে। 

১। টেইলারিং

২। বিউটিফিকেশন

২০জন করে মোট ৪০জন মহিলাকে প্রশিক্ষন দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওয়তায় টেইলারিং একজন ট্রেড প্রশিক্ষক এবং একজন বিউটিফিকেশন একজন ট্রেড অফিস সহায়ক নিয়োগ রয়েছে। ক্ষমতায়নের লক্ষে প্রশিক্ষন প্রদানের মহিলাদের আয়বর্ধক কর্মসূচীতে অন্তর ভূক্তির জন্যই কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশের নারী জাতিকে অন্ধকার হতে বের করে আলোর পথে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।

বাল্যবিবাহ প্রতিরোধ, নার‌্যী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার নির্চিত করন, নারীর ক্ষমতায়ান সর্বপরি নারী উন্নতি হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরের মিশনও ভিশন।